প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ৫:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ৭:৫০ অপরাহ্ণ
বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে ছাত্রলীগ নেতার হামলায় আহত-২

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুরিয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতার ধারালো অস্ত্রের আঘাতে দুইজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৪টার দিকে মৃত সিকান্দার আলী তামিদারের পুত্র রেজা তামিদার ও তার ভাই তাইজুল ইসলামের সঙ্গে একই বাড়ির চাচাতো ভাই মো. গিয়াস উদ্দিন তামিদার গংদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে পারিবারিকভাবে আলোচনা বসে। আলোচনার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটির সৃষ্টি হয়।
এ সময় উত্তেজিত রেজা তামিদার তার সঙ্গে থাকা ধারালো রামদা দিয়ে আপন চাচাতো ভাই মো. গিয়াস উদ্দিন তামিদারের বাম বাহুতে কোপ দেন। এতে তার বাহুর একটি বড় অংশ কেটে যায় এবং গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে পুনরায় হামলা চালানোর সময় গিয়াস উদ্দিনের ডান হাতের একটি আঙুল কেটে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় গিয়াস উদ্দিন তামিদারকে উদ্ধার করে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অপর আহত ব্যক্তি গিয়াস উদ্দিনের বড় ভাই আলাউদ্দিন তামিদারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জানান, ডা. অপূর্ব চৌধুরী জানান, গিয়াস উদ্দিন তামিদারের হাতে গুরুতর আঘাত পাওয়া গেছে, ক্ষতস্থানে ১৪টি সেলাই দিতে হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আহতের ভাই মো. নাসির উদ্দিন তামিদার। স্থানীয়দের দাবি, রেজা তামিদার এলাকায় বখাটে প্রকৃতির এবং অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় থেকে নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। আহত পরিবারের পক্ষ থেকে প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.