আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসের বানি সুহেলায় একটি তাঁবুতে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চলমান থাকলেও দখলদারের হামলা কিন্তু থেমে নেই। প্রতিনিয়ত সেখানে প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা। এতে গাজাবাসীর আশঙ্কা বাড়ছে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে সংঘাত।
খান ইউনিসে গতকাল যেখানে হামলা চালানো হয়েছে, সেখানকার বাসিন্দারা বলছেন, লক্ষ্যবস্তু করা স্থানটি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন অঞ্চল চিহ্নিতকারী হলুদ রেখার মধ্যে ছিল না। যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী কমপক্ষে ২৪১ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফিলিস্তিনিরা বলছেন, ইসরায়েল এখন কেন তাঁবুতে হামলা করছে, তার কোনো ব্যাখ্যা নেই।
আলজাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চলার মধ্যেই গাজাজুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বশেষ হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কর্তৃপক্ষ বলছে, ২৫ মাস আগে শুরু হওয়া যুদ্ধের পর এ পর্যন্ত ভূখণ্ডটিতে মোট মৃত্যুও ৬৯ হাজার ছাড়িয়েছে।
শনিবার নিহতদের মধ্যে এক ফিলিস্তিনি মধ্যাঞ্চলীয় বুরেজি শরণার্থী শিবিরে হামলায় মারা গেছেন বলে চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রগুলো আলজাজিরাকে জানিয়েছে। গাজার উত্তর ও দক্ষিণ অংশে তথাকথিত ‘হলুদ রেখা’ অতিক্রম করার অভিযোগে বাকি দুজনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে ২৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা বলছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ভূখণ্ডটিতে মোট মৃত্যু ৬৯ হাজার ১৬৯ জনে দাঁড়িয়েছে। অনেক মৃতদেহ শনাক্ত হওয়ার পর এবং ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মৃতদেহ উদ্ধারের পর সংখ্যাটা এখানে দাঁড়িয়েছে বলে ভাষ্য তাদের।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.