নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকারি বিধিমালার মধ্যে থেকে জাতীয়তাবাদের স্বপক্ষে দাঁড়ানোর অঙ্গীকার জানিয়েছেন বিএনপি সমর্থিত শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও স্টাফরা।
রোববার দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় এ ঘোষণা দেন তারা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন ও জাতীয় সংসদের সাবেক হুইপ, বরিশাল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশে আবারও বিপ্লব সৃষ্টি হবে। তিনি বলেন, ‘দেশের মানুষ গত ১৬ বছর ভোট দিতে পারেনি। আজ তারা ভোটের অধিকার ফিরে পেতে মুখিয়ে আছে। সেই অধিকার ফিরিয়ে আনতেই আমাদের সংগ্রাম। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি জনগণের অধিকার ও স্বাধীনতার প্রতীক। যারা গণতন্ত্রের বিরুদ্ধে এবং মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের জনগণের ঐক্যবদ্ধ শক্তি দিয়েই দাঁতভাঙা জবাব দিতে হবে।
অনুষ্ঠানের সভাপতি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও শেবাচিম শাখা সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক না দিলে আমরা বাংলাদেশ পেতাম না। ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতীয় বিপ্লব না হলে দেশ স্বৈরাচার মুক্ত হত না। ঠিক তেমনি ২০২৪ সালের ৫ আগস্ট এই স্বৈরাচারের পতন ঘটে। তাই দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিয়ে যেতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে। কিন্তু এক গোষ্ঠী এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা চালাচ্ছে।
সভায় বিশেষ অতিথি, ড্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বরিশাল জেলা শাখা সভাপতি ডা. কবিরুজ্জামান বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকারি বিধিমালার মধ্যে থেকে জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও স্টাফরা জাতীয়তাবাদের স্বপক্ষে দাঁড়াবে।
ড্যাব শেবাচিম শাখার আয়োজনে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ড্যাব শেবাচিম শাখার সাধারণ সম্পাদক ডা. আবদুল মুনয়েম সাদ, শিক্ষক সমিতির সভাপতি ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ, সাধারণ সম্পাদক ডা. শিহাবউদ্দিন শিহাব, শেবাচিমের মিড লেভেল ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত, শেবাচিম শাখা ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফয়সাল আহমেদ, ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক সার্জন ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডা. মো. মাজহারুল রেজওয়ান রেজাসহ নার্স ও শেবাচিম ছাত্রলীগের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.