নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটদের চাকরির সুযোগ সৃষ্টির লক্ষ্যে ব্লুওয়েভ শিপিং প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর-এর সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
রোববার বিকেলে বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালের অডিটোরিয়ামে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
জানা যায়, ব্লুওয়েভ শিপিং প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর বিশ্ব বাণিজ্যিক নৌবহরে একটি আন্তর্জাতিক মানের জাহাজ ম্যানিং কোম্পানি। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মেরিটাইম সেক্টরে বিভিন্ন কোম্পানির অত্যাধুনিক বাণিজ্যিক জাহাজে সুনামের সঙ্গে ম্যানিং এজেন্সির কার্যক্রম পরিচালনা করে আসছে।
রোববার কোম্পানিটির একটি প্রতিনিধি দল বরিশাল মেরিন একাডেমিতে আসেন। সেখানে এক অনুষ্ঠানের মাধ্যমে কোম্পানিটির জেনারেল ম্যানেজার (বাংলাদেশ) খন্দকার রাব্বি এবং বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালের পক্ষ থেকে অ্যাডজুট্যান্ট লেফটেন্যান্ট কমান্ডার এম. আনিসুর রহমান সিদ্দিকী (জি), বিএন-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এর ফলে মেরিন একাডেমি বরিশালের ক্যাডেটদের চাকরির সুযোগ সৃষ্টির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। বরিশাল মেরিন একাডেমি থেকে এ পর্যন্ত ১৬৫ জন ক্যাডেট প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে ১৩৬ জন সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজে চাকরিতে যোগদান করেছেন। এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাকি ক্যাডেটদের বাণিজ্যিক জাহাজে যোগদান আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেরিন একাডেমি বরিশালের কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস. এম. আতিকুর রহমান (জি), এনইউপি, পিএসসি, বিএনসহ অন্যান্য প্রশিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.