ডেস্ক সংবাদ : অদম্য ইচ্ছা শক্তি নিয়ে উঠে আসা বরিশালের রাবেয়া খানের স্বপ্ন, দেশকে ভাল কিছু উপহার দেয়া। একইসাথে তিনি দলের অধিনায়ক হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন।
এ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য রাবেয়া খানের বাবা ইমদাদুল হক খান বলেন, রাবেয়া খুব ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি মনোযোগী ছিল। প্রাথমিক স্কুল শিক্ষকরাও তাকে খুব উৎসাহ দিতেন। প্রাথমিক স্কুল পাশ করার পর রাবেয়াকে বরিশাল নগরীর বেসিক ক্রিকেট কোচিং একাডেমীতে ২০১৪ সালে ভর্তি করা হয়। বেসিক ক্রিকেট কোচিং একাডেমীতে ভর্তির পর ৭ম শ্রেনীতে পড়ার সময়ে রাবেয়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির সুযোগ পায়।
সেখানে অধ্যয়নরত অবস্থায় রাবেয়া খান প্রথম অনূর্ধ-১৯ নারী জাতীয় দলে ডাক পান। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মত অনুর্ধ-১৯ নারী জাতীয় দলের সদস্য হিসেবে নেপালে খোলার সুযোগ পান। বয়সভিত্তিক দল পেরিয়ে বর্তমানে রাবেয়া বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের একজন সদস্য। রাবেয়ার স্বপ্ন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের নেতৃত্ব ও দেশকে ভাল কিছু উপহার দেয়া।
বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের বাসিন্দা ইমদাদুল হক পেশায় কৃষক, রাবেয়ার মাতা রিনা বেগম একজন গৃহিনী। পরিবারে ৩ ছেলে-মেয়ের মধ্যে রাবেয়া খান (১৯) তাদের প্রথম সন্তান। দ্বিতীয় মেয়ে জান্নাতি খান ঐশী (১৪) ও ছেলে রেদোয়ান খান (১১)।
সর্বশেষ বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের হয়ে রাবেয়া পাকিস্তান সফর করেছেন। ১৩তম জাতীয় নারী ক্রিকেট লিগে (এনসিএল) রাবেয়া’র বোলিং নৈপুন্যে বরিশাল বিভাগ জয়ী হয়। ম্যাচ সেরা হন রাবেয়া খান। খুলনা বিভাগের বিপক্ষে বোলিংয়ে দারুন সফল ছিলেন এই লেগ স্পিনার।
বেসিক ক্রিকেট কোচিং একাডেমীর পরিচালক (কোচ) এজাজ আল মাহমুদ সুজন বলেন, রাবেয়ার মতো বহু উদীয়মান ও প্রতিভাবান খেলোয়াড় বরিশাল জেলায় রয়েছে। যাদেরকে কিছুটা উৎসাহ দিলে তারা অনেকদূর এগিয়ে যাবে।
বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বলেন, যতটা দেখছি রাবেয়া খান দেশের একজন উজ্জল নক্ষত্র। জাতীয় নারী ক্রিকেট দলের একজন সফল সদস্য হিসেবে রাবেয়ার প্রশংসা করতেই হয়।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.