খবর বিজ্ঞপ্তি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার (ইন্না লিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সিনিয়র সাংবাদিক হাসান শাহারিয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার ও সাধারণ সম্পাদক রিপন হাওলাদার সহ সকল সদস্যগণ।
বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের প্রচার সম্পাদক মজিবর রহমান নাহিদ স্বাক্ষরিত এক শোক বার্তায় সদস্যবৃন্দ সাংবাদিক হাসান শাহরিয়ারের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।