বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে খোলামেলা ছবি প্রকাশ করায় ভারতীয় অভিনেত্রী সাংসদ নুসরাত জাহানকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে। তারপর তিনি দমে না গিয়ে আবারও আবেদনময়ী ছবি প্রকাশ করেছেন।
বেশ কয়েকদিন ধরেই থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন নুসরাত জাহান, সঙ্গে যশ দাশগুপ্ত। সেখানে থেকে অহরহ ছবি শেয়ার করছেন নুসরাত জাহান। বিকিনিতে ঝড় তুলেছেন নায়িকা। ছবি: সংগৃহীত
বেশ অনেকদিন পর সোশ্যাল মিডিয়া হট অ্যান্ড বোল্ড লুকে ধরা দিয়েছেন নায়িকা। ছবি: সংগৃহীত
গতকাল ফি ফি আইল্যান্ড থেকে ছবি পোস্ট করেছেন নায়িকা। ছবি: সংগৃহীত
এদিনও নুসরাতকে দেখা গেল টু-পিসে। ছবি: সংগৃহীত
বেশ কয়েকদিন ধরেই কখনও তার স্লিম হয়ে যাওয়াকে কেন্দ্র করে, কখনো বা সাংসদ হয়ে খোলামেলা পোশাক পরার বিষয়ে ট্রোলের মুখে পড়তে হয় নুসরাতকে। ছবি: সংগৃহীত
তবে ট্রোলারদের কথায় কান না দিয়ে সোমবার ফের সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়ে দিলেন নায়িকা। নুসরাতের পরনে ছিল নীল রঙের একটি বিকিনি টপ, থাই ¯িøট স্কার্ট, চোখে চশমা ও মাথায় টুপি। ছবি: সংগৃহীত
বেশ অনেকদিন পরে নুসরাতের ছবিতে কমেন্ট করেছেন মিমি। নুসরাতকে মৎস্যকন্যা তকমা দিয়েছেন মিমি। ছবি: সংগৃহীত
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :