স্টাফ রিপোর্টার, বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ এক যুবককে আটকের চেষ্টাকালে উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেনের হাতে কামড় দেয়ার অভিযোগ পাওয়া গেছে মাদকে আসক্ত যুবক তাইমুন মোল্লার (২১) বিরুদ্ধে। এ সময় পুলিশের আরেক সদস্য তাকে আটক করে। মঙ্গলবার রাতে ওই উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠী গ্রামে এই ঘটনা ঘটে।
আগৈলঝাড়া থানার ওসি মো. গোলাম সরোয়ার জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সুজনকাঠী গ্রামে অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাইমুন নামে এক যুবককে গ্রেফতারের চেষ্টা করে। এ সময় তাইমুন উপ-পরিদর্শক আলী হোসেনের ডান হাতের বাহুতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করে।
পুলিশ দলের আরেক সদস্য উপ-পরিদর্শক নুর আলম গাঁজার পোটলাসহ তাইমুন মোল্লাকে আটক করে। এ ঘটনায় এসআই নুর আলম বাদী হয়ে তাইমুনকে আসামী করে মাদক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সকালে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :