স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘির নির্মাণাধীন প্রবেশ গেট ধসে দুই শ্রমিক আহত হয়েছেন। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করছে জেলা প্রশাসন। বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের দুর্গাসাগরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গণপূর্ত প্রকৌশল অধিদপ্তর বরিশালের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন। আহত আনিসুর রহমান বলেন, ‘গেটের কাজ চলছিল। আমি মাঝখানে ছিলাম। হঠাৎ করে গেট ভেঙে পড়ে। আমিসহ আরও একজন আহত হয়েছেন।’
স্থানীয় ফজলে মাসুমের অভিযোগ, কাজে অনিয়মের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খান বিল্ডার্স নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছিল। প্রবেশপথের গেট ঢালাই দেয়ার সময় গেটটি ভেঙে পড়ে।’
গণপূর্ত প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী কামরুল হাসান বলেন, ‘গেটটি অনেক উঁচুতে। উল্টাপাল্টা ঢালাই দেয়ার কারণে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। ২২ ফুট উঁচু গেটটি নির্মাণে ত্রুটি রয়েছে কি না সেটি আমরা দেখছি।’
ঘটনাস্থলে গিয়েছিলেন বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদারও। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। দুজন আহত হয়েছেন। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস বলেন, ‘দুর্গাসাগরের উন্নয়নে ১৬ কোটি টাকার একটি প্রজেক্ট চলছে। প্রবেশপথের গেট তারই একটি অংশ। ঠিকাদারি প্রতিষ্ঠান খান বিল্ডার্স এ কাজটি করছিল। এখানে কারও গাফলতি রয়েছে কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে।’
বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ বলেন, ‘এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কেন রডসহ ঢালাই ধসে পড়বে, সেটি তদন্ত করা হবে। কেউ দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :