বরিশালে উত্তর জেলা মহিলা দলের আয়োজনে মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


Barisal Crime Trace -IS প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২২, ৫:২৭ অপরাহ্ণ /
বরিশালে উত্তর জেলা মহিলা দলের আয়োজনে মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শামীম আহমেদ ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি পালন করেছে বরিশাল উত্তর জেলা মহিলা দল।

আজ শুক্রবার (৯) সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি কার্যলয়ে একর্মসূচি পালিত হয়।

উত্তর জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরীফা নাসরিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লিপি নাসরিনের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ।

এখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি সিনিয়র সদস্য সৈয়দ রফিকুল লাবু, উত্তর জেলা বিএনপি সদস্য মঞ্জুর হোসেন মিলন, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি,মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা, মহিলা দল নেত্রী এ্যাড,শাহনুর খানম, সহ-সভাপতি মোসাঃ লতা খানম,নয়ন খানম,যুগ্ম সাধারন সম্পাদক রুমা খানম,আইন বিষয়ক সম্পাদক শামীমা আক্তার সিমা প্রমুখ।

পরে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন উত্তর জেলা বিএনপি সিনিয়র সদস্য সৈয়দ রফিকুল ইসলাম লাবু।