জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন বরিশালের ইকবাল হোসেন তাপস


Barisal Crime Trace -IS প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২২, ৫:৪৩ অপরাহ্ণ /
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন বরিশালের ইকবাল হোসেন তাপস

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের উপদেষ্টা করা হয়েছে ইকবাল হোসেন তাপসকে। বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা তাপস এর আগে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব পদে ছিলেন।

বৃহস্পতিবার গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

 

চিঠিতে উল্লেখ করা হয়- ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা ও ধারা ২০ উপধারা (১) ক-এর বিধান অনুযায়ী ইকবাল হোসেন তাপসকে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদ থেকে পদোন্নতি করে চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

 

পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।