নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে আহতদের দেখতে হাসপাতালে যান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম রেজাউল করিম। এর আগে বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান খান জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা আসার সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর দফায় দফায় হামলা করে। এ ছাড়া সমাবেশ শেষে বাড়ি ফেরার পথেও হামলা করে। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মিজানুর রহমান দুলালকে পিটিয়ে রক্তাক্ত করে। ওই হামলায় বিএনপিসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
তবে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল আ.লীগের কেউ-ই ওই হামলার সঙ্গে জড়িত নয় দাবি করে জানান, বিএনপি তাদের (আ.লীগ) ওপর হামলা করেছে।
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, সমাবেশে আসার পথে কয়েকটি স্থানে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে।
নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, বিএনপিকে সংঘর্ষ থেকে নিবৃত্ত করতে বারবার অনুরোধ করার পরও তারা এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :