সিটি কর্পোরেশনের ওপর অতিষ্ঠ হয়ে যুব সমাজের রাস্তা সংস্কার


Barisal Crime Trace -GF প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২২, ৭:১২ অপরাহ্ণ /
সিটি কর্পোরেশনের ওপর অতিষ্ঠ হয়ে যুব সমাজের রাস্তা সংস্কার

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের  শিমুলতলী সালনা রোডের পূর্ব ও পশ্চিমের রাস্তার উন্নয়ন হলেও মাঝখানে দীর্ঘ এলাকাটির (স্থানীয় ঘোরাঘর হতে এটিআই ব্রীজ) রাস্তার উন্নয়ন না হওয়াতে প্রতি নিয়ত ঘটছে দুর্ঘটনা। অতিষ্ঠ হয়ে এলাকার যুব সমাজের কয়েকজনের উদ্যোগে জমানো টাকায় গুরুত্বপূর্ণ কিছু স্থানের সংস্কার কাজ করতে দেখা যায়।

সরজমিনে গিয়ে রাস্তার বেহাল দশা দেখা যায়। এই রাস্তার সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, এই রাস্তা দিয়ে টাকশাল, সমরাস্ত্র কারখানা এবং গাজীপুরের বিভিন্ন অফিস আদালতে যাতায়াত এলাকাবাসীর।

এলাকাবাসী জানায়, প্রতি নিয়ত ঘটছে দুর্ঘটনা। রাস্তার এই বেহাল অবস্থার কারনে অটোরিকশা উল্টে গিয়ে আহত হচ্ছে অনেকে। আর বর্ষার দিনে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়।

এ ব্যাপারে গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনের মুঠোফোনে যোগাযোগ করা হলে লাইনটি অপর প্রান্ত থেকে কেটে দেওয়া হয়।

এ ব্যাপারে ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর আহমেদ বলেন, রাস্তাটির জন্য সাবেক ও বর্তমান মেয়রের কাছে বহুবার গিয়েছি। উনাদের ইচ্ছার উপর নির্ভর করছে রাস্তার কাজটি, উনারা চাইলেই হবে, উনাদের সাথে কথা বলেন।