মঞ্চে এলো শব্দাবলীর নতুন নাটক ‘উপসংহার’


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২২, ২:৪৩ অপরাহ্ণ /
মঞ্চে এলো শব্দাবলীর নতুন নাটক ‘উপসংহার’

ক্রাইম ট্রেস ডেস্ক: যে স্বপ্নেরা আমাদের তাড়িয়ে বেড়ায় দূর হতে আরও দূরে, সে স্বপ্নের পিছে ছুটতে ছুটতে আমরা হারিয়ে ফেলি অন্তর্গত মানবিক বোধ, আবেগ, অনুভূতি। নিত্য বয়ে চলা সময়ের ধারায় আকাঙ্ক্ষা আর বাস্তবতার দ্বন্দ্বে চুরমার হয়ে যায় আমাদের মানবসত্ত্বা। বিভোর আমরা এই যাত্রা পথে যখন পেছনে ফিরে তাকাই, কোন আফসোস কি উঁকি দেয় না তখন? ক্লান্তি কি আমাদের তন্দ্রাচ্ছন্ন করে ফেলে না? কিংবা নোঙর করার তীব্র বাসনা কি তৈরি হয় না মনে? আমাদের প্রাগৈতিহাসিক মনে?

এই সংকটগুলোর কোনো উপসংহার কি ঘটে আমাদের জীবনে, কিংবা নাটকে? নাকি এই উপসংহারও কেবলই একটি প্রক্রিয়ার অংশ বিশেষ!

এসব প্রশ্নের উত্তর অন্বেষণের তাগিদে শব্দাবলী গ্রুপ থিয়েটারের ৬৭তম ও শব্দাবলী স্টুডিও থিয়েটারের ২৮তম নাট্যভাষ্য “উপসংহার – আলো আঁধারিতে জন্ম লওয়া বোধের বয়ান”। নাটকটি হেনরিক ইবসেন রচিত ‘‘হোয়েন উই ডেড অ্যাওয়েকেন’’-এর পুনর্পাঠ।

“নাটক শুরু হয় একটি স্বাস্থ্যনিবাসে, বিখ্যাত ভাস্কর আর্নল্ড রুবেক সস্ত্রীক এসে উঠেছেন এখানে। রুবেক তার বিখ্যাত ভাস্কর্য ‘পুনরুত্থানের দিন’ সৃষ্টির পর দীর্ঘদিন কেবলই কিছু ফরমায়েশি কাজ করেছেন। স্বাস্থ্যনিবাসে বেড়াতে এসে নতুন কিছু সৃষ্টি করতে না পারার বেদনায় তিনি উপলব্ধি করেছেন, মরণক্লান্ত হয়ে বেঁচে থাকার চেয়ে রৌদ্রকরোজ্জ্বল দিনে জীবন যাপন করা আনন্দের। স্ত্রী মায়ার সঙ্গে পাঁচ বছরের দাম্পত্য জীবন, নতুন কিছু সৃষ্টির তাড়না জোগায় নি রুবেককের মাঝে।

রুবেক আবিষ্কার করেন, ‘পুনরুত্থানের দিন’র মডেল আইরিনাই তাকে এই সৃষ্টির বন্ধ্যাত্ব থেকে মুক্তি দিতে পারে। অতঃপর একদিন, দীর্ঘদিনের নির্বাসন থেকে সেই স্বাস্থ্যনিবাসে এসে হাজির হয় আইরিনা। সেখান থেকে শুরু হয় ভাস্কর রুবেকের শিল্পীসত্তা আর মানবসত্তার দ্বৈরথ,” বলছিলেন নাটকটির নির্দেশক রাগীব নাঈম।

অনবদ্য অভিনয় ও আলো-আঁধারির খেলায় নাটকের প্রথম মঞ্চায়ন হয় শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায়, শব্দাবলীর নিজস্ব স্টুডিও থিয়েটার হলে। শনিবারও একই সময়ে নাটকটির ২য় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, শব্দাবলী স্টুডিও থিয়েটার দেশের প্রথম স্টুডিও থিয়েটার। এটি বরিশাল সদর রোডের লুকাস বিল্ডিংয়ে অবস্থিত। এখানে প্রতি শুক্রবার দর্শনীর বিনিময়ে ভিন্ন ভিন্ন নাটক মঞ্চায়ন করা হয়।