গোসল করতে নেমে লাশ হলো দুই শিশু


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২২, ৪:৪৯ অপরাহ্ণ /
গোসল করতে নেমে লাশ হলো দুই শিশু

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া গ্রামের রাজা মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো; ওই বাড়ির মো. হারুনের মেয়ে লামিয়া বেগম (৬)। সে পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। এছাড়া একই সঙ্গে ওই বাড়িতে বেড়াতে আসা মারজানা বেগম (৬) নামের আরেক শিশুও মারা যায়। সে দুলারহাট থানার বাংলা বাজার এলাকার বাসিন্দা মহিউদ্দিনের মেয়ে।

মৃত লামিয়া বেগমের বাবা হারুন বলেন, তারা দুইজন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। দুপুরে তারা বাড়ির পিছনের পুকুরে গোসল করতে যায়। এর অনেকক্ষণ পরেও তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে খুঁজতে গেলে তাদের পুকুরে ভাসমান অবস্থায় দেখা যায়।

এরপর তাদের উদ্ধার করে পশ্চিম চরউমেদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে নিলে সেখানের কর্তব্যরত ডাক্তার লামিয়া ও মারজানাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুই শিশুর পরিবারজুড়ে শোকের মাতম বইছে।

এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।