মুলাদী প্রতিনিধিঃ আসন্ন বরিশাল জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দিতা করার প্রত্যয়ব্যক্ত করে সকলের দোয়া কামনা করেছেন মুলাদী উপজেলা যুবলীগর যুগ্ন-আহবায়ক, বার বার নির্বাচিত সাবেক সফল কাউন্সিলর আলমগীর হোসেন।
জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করে সদস্য পদ প্রার্থী আলমগীর হোসেন বলেন, আমাকে যদি মুলাদী উপজেলার ৭টি উইনিয়নের জেলা পরিষদের ভোটাররা ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি তাদের ন্যায্য দাবী আদায়ে সর্বদা কাজ করে যাবো।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :