নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার চরফ্যাশন থেকে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে পায়ে হেঁটে ঢাকার উদ্দেশ্য লংমার্চে নেমেছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে চরফ্যাশন উপজেলার চরফ্যাশন টাওয়ার প্রাঙ্গণ থেকে ঢাকা সেতু ভবনের উদ্দেশ্য লংমার্চ শুরু করেন তারা।
৫ দফা দাবীগুলোর মধ্যে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ স্থাপন, বিশ্ববিদ্যালয় ও নদীভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণ।
লংমার্চে অংশ নিয়েছেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একঝাঁক তরুণ শিক্ষার্থী। এসময় তারা বেশ কিছু প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার হাতে ভোলা-বরিশাল সেতু চাই, ভোলার গ্যাস ভোলায় চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা জানান, ভোলা-বরিশাল সেতু, গ্যাস সংযোগসহ ৫টি দাবি ভোলাবাসির দীর্ঘদিনের প্রাণের দাবি। জেলার ২২ লক্ষ মানুষের দাবি আদায়ের লক্ষ্যে তারা রাজপথে নেমেছেন।
ভোলা থেকে পায়ে হেঁটে ঢাকার সেতু ভবনের সামনে গিয়ে অবস্থান নিবেন। সেখানে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না। আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
তারা আরও বলেন,'ভোলার মানুষ সবসময় অবহেলিত। আমরা ভোলার উন্নয়ন চাই, অবহেলা নয়। আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন মাধ্যমে ৫টি দাবি আদায় করতে চাই' আগামী সোমবার তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.