নিজস্ব প্রতিবেদক : সারা দেশের ন্যায় নির্বাচনি হাওয়া বইছে বরিশালের পিরোজপুরেও। বরিশালের পাঁচ আসনের মধ্যে পিরোজপুর-১ আসন একটি। আসনটি জিয়ানগর-সদর-নাজিরপুর এলাকা নিয়ে গঠিত। শোনা যাচ্ছে, বিএনপি এ আসনটি জোট বা সমমনা দলের কাউকে ছাড় দেবে।
পিরোজপুর-১ (জিয়ানগর-সদর-নাজিরপুর): এ আসনে জামায়াতের প্রার্থী প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। এখানে বিএনপির মনোনয়ন চাইছেন জেলা আহ্বায়ক নজরুল ইসলাম খান, সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান। আলোচনায় রয়েছেন—আসনটি জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে দিতে পারে বিএনপি।
জিয়ানগরের বাসিন্দা আল আমিন খান বলেন, ‘হতে পারে যে উনি (মোস্তফা) জাতীয় নেতা। কিন্তু এলাকার কতজন ওনাকে চেনে?’ নাজিরপুরের বাসিন্দা গোলাম মাহমুদ বলেন, ‘আমাদের এখানে তো জাতীয় পার্টির (জাফর) কোনো কর্মকাণ্ডই নেই। কারা এখানে উনার কর্মী-সমর্থক- তাইতো চিনি না।’
জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, ‘আমাদের নিশ্চিত বিজয়ের আসন কেন অন্যদের ছাড়া হবে? ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন।’ জোটকে দেওয়া হলে জেতার সম্ভাবনা প্রশ্নে তিনি বলেন, ‘পুরো বিষয়টাই তখন অনিশ্চিত হয়ে যাবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.