পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার দাবিতে সদ্য বদলির আদেশপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানকে বর্তমান পদে বহাল রাখার আহŸান জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের টাউন ক্লাব রোডে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সাধারণ জনসাধারণ। বক্তারা বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান যোগদানের পর থেকে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, পরিবেশ সংরক্ষণ ও প্রশাসনিক সেবার মান উন্নয়নসহ জেলাজুড়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তাঁর আন্তরিকতা ও দক্ষ নেতৃত্বে প্রশাসনের প্রতি মানুষের আস্থা বেড়েছে। তাঁদের দাবি, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁকে পিরোজপুরের জেলা প্রশাসক পদে বহাল রাখা হোক। মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক রেজাউল হক রিয়াজ, পিরোজপুর প্রেস ক্লাব সভাপতি এডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, সমাজসেবক আফজাল হোসেন টিপু, সাবেক ছাত্রনেতা খায়রুল ইসলাম বাবু, সমাজসেবক আলিফ আহমেদ রাজিব, টিম পজিটিভ পিরোজপুর সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জুবায়ের আল মামুন, ব্যবসায়ী মো. আসলাম শেখ, শ্রমিক নেতা রাজ্জাক ফকির ও সোহেল শেখ। শান্তিপূর্ণভাবে মানববন্ধন শেষে কর্মসূচি সমাপ্ত হয়।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.