প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ৯:০১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৬:০৫ অপরাহ্ণ
কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় খেলার ছলে পানিতে পড়ে পৃথক দুটি ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-বালিয়াতলী ইউনিয়নে ২ বছরের তাইয়্যেবা এবং চাকামইয়া ইউনিয়নে ৭ বছরের তাসমিয়া।
মঙ্গলবার সকাল ৯টার দিকে কলাপাড়া উপজেলার বালীয়াতলী ইউনিয়নের দক্ষিণ বড় বালীয়াতলী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিজ বাড়ির পুকুরপাড়ে খেলতে গিয়ে সবার অগোচরে পানিতে পড়ে যায় শিশু তাইয়্যেবা।
অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তাইয়্যেবা ওই গ্রামের নূর হোসেন তালুকদারের কন্যা।
অপরদিকে, একইদিন বেলা ১১টার দিকে চাকামইয়া ইউনিয়নের নিশানবড়িয়া গ্রামে গোসলে গিয়ে পানিতে ডুবে মারা যায় ৭ বছরের তাসমিয়া।
তার বাবা রুহুল আমিন আকনের সামনে গোসল শেষে দাঁড়িয়ে ছিল তাসমিয়া। পরে তাকে পোশাক পরতে ঘরে যেতে বলে অন্য কাজে মনোযোগী হন তিনি। এক ঘণ্টা পর মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাসমিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগের সেবক পলাশ জানান, স্বজনরা দুই শিশুকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। উভয়েই পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় দুটি পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.