মুলাদী প্রতিনিধি: বরিশালের মুলাদীতে তালা ও সার্টার কেটে মোবাইলে ফোনের দোকানে চুরি করেছে একটি চক্র। গতকাল মঙ্গলবার ভোর পৌনে ৭টার দিকে মুলাদী মধ্যবাজারের আইডিয়াল স্মার্ট গ্যালারির তালা ও সার্টার কেটে মোবাইল চুরি হয়। এসময় দোকান মালিক আবু হানিফ সন্দেহবশত চোর চক্রের আরমান মিয়া নামের এক সদস্যকে আটক করে থানায় সোপর্দ করেছেন। আরমান মিয়া (৩২) ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানার কাঠেরপুল গ্রামের লোকমান মিয়ার ছেলে। এর আগে বন্দরের একাধিক মোবাইল ফোনের দোকানে তালা ও সার্টার কেটে চুরির ঘটনা ঘটেছে বলে জানান ব্যবসায়ীরা।
দোকান মালিক আবু হানিফ জানান, মঙ্গলবার ভোরে তিনি বাসা থেকে হেটে নদীর পাড়ে যাচ্ছিলেন। ওই সময় ৩জন অপরিচিত লোকের কাছ বড় বড় ব্যাগ দেখে সন্দেহ হলে তাদের কাছে পরিচয় জানতে চান। ওই সময় দুইজন দৌড়ে পালিয়ে গেলেও ১জনকে আটক করেন তিনি। তার ডাকচিৎকারে অন্যান্য ব্যবসায়ীরা সেখানে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে ওই ব্যাক্তি মোবাইল দোকানে চুরির কথা স্বীকার করেন। এসময় উত্তেজিত ব্যবসায়ী ও স্থানীয়দের মারধরে আটক ব্যক্তি আহত হন। পরে আবু হানিফ তার মোবাইল ফোনে দোকানের সিসিটিভি দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন এবং মুলাদী থানায় মামলা করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় ৬জন জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এঘটনায় মামলা হয়েছে এবং ব্যবসায়ীরা আরমান নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.