আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিন রাতে উপকুলে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ভয়াল গোর্কি। বিভিন্ন ক্ষয়-ক্ষতির পাশাপাশি প্রাণ কাড়ে ১০ লাখ মানুষের। ভয়াল এই দিনের কথা স্মরণ করতে গেলে আজো আৎকে ওঠে পটুয়াখালীর প্রবীণ মানুষেরা।
সরকারী হিসেবে বৃহত্তর পটুয়াখালী জেলায় (বরগুনাসহ) সেদিন রাতে ৪৮ হাজার মানুষ প্রাণ হারায়। বাস্তবে এ সংখ্যা লাখেরও বেশী। বর্তমান রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ, সোনার চর, মৌডুবি, বড় বাইশদিয়াসহ দ্বীপ সমৃদ্ধজনপদ পরিণত হয় জনশূন্য বিরান ভূমিতে।
মানুষ ছাড়া ঘর-বাড়ি-ফসলসহ সম্পদ হানি হয় শত সহস্রাধিক কোটি টাকার। সমস্ত খালবিল নদী নালায় ছিল লাশের মিছিল। এই দিনটিকে উপকূল দিবস ঘোষণার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
মহিপুরের রমিজ উদ্দিন বলেন,মোর এই ৯৩ বছর বয়সে এখনো ঐ বন্যার কথা মনে পড়লে বুক কেপে উঠে। আমার স্ত্রী, ২ সন্তান হারিয়েছি।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.