নিজস্ব প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পরকীয়ার জেরে বিউটি খাতুন (৪০) নামের এক গৃহবধূকে হাসুয়া দিয়ে গলা কেটে হত্যা করেছেন স্বামী।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। ঘাতক স্বামী আব্দুল বারেক ওই এলাকার মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে। তিনি পেশায় একজন ভটভটি চালক।
প্রতিবেশীরা জানান, একই এলাকার এক ওয়ার্কশপ মিস্ত্রির সঙ্গে পরকীয়া সম্পর্ক রয়েছে এমন সন্দেহে প্রায়ই বিউটির সঙ্গে বারেকের ঝগড়া হতো। শনিবার রাতে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় ১২ বছর বয়সী মেয়ে তাদের সামনে ছিল। এক পর্যায়ে বারেক ধারালো হাসুয়া দিয়ে বিউটির গলা কেটে হত্যার পালিয়ে যান।
মেয়ে মাহির চিৎকারে প্রতিবেশীরা এসে দেখে বিউটির রক্তাক্ত মরদেহে মেঝেতে পড়ে আছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মেয়ে মাহি জানায়, তার মাকে হাসুয়া দিয়ে গলা কেটে হত্যা করেন তার বারেক। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় তার নাম না বলতে মেয়েকে শাসিয়ে যান তিনি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ঘাতক স্বামীকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :