নিজস্ব প্রতিবেদক, বরিশাল ক্রাইম ট্রেসডটকম : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নাশকতা, সন্ত্রাসের প্রতিবাদে সারা দেশের ন্যায় বরিশালেও প্রশাসনের পাশাপাশি গণ অবস্থান কর্মসূচি পালন করেছে বরিশাল জেলা ও মহানগর জামায়াত।
বৃহস্পতিবার সকাল দশটায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
গণ অবস্থান কর্মসূচিতে বরিশাল মহানগর জামায়াতে ইসলামের আমীর মোহাম্মদ জহির উদ্দিন বাবরসহ জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সকাল থেকে বরিশাল নগরীতে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত জেলার কোথাও কোন আপতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এক মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
এ উপলক্ষে শহরের প্রবেশপথগুলোতে চেকপোস্ট বাড়ানো হয়েছে। এছাড়া তল্লাশি চালাচ্ছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.