নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের ইন্দুরকানীতে পাওনাদারের বাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী গ্রামে। বুধবার রাত নয় টায় সাঈদখালী গ্রামের আঃ খালেক শেখের বাড়ী থেকে মিজান হোসেন (৪০) এর মরা দেহ উদ্ধার করে ইন্দুরকানী থানা পুলিশ।
সরেজমিনে গেলে জানা যায়, নিহত মিজান হোসেন দীর্ঘদিন যাবৎ রাজমিস্ত্রীর কাজ করতেন। অবসর সময়ে স্থানীয় জেলেদের সাথে গভীর সমুদ্রে ধাছ ধরতে যাইতেন। সেই সুবাদে ট্রলারের মালিক আঃ খালেক শেখের ছেলে মোঃ মহারাজের নিকট থেকে অগ্রিম বাবদ প্রায় চারমাস আগে পাঁচ হাজার টাকা নেয়। টাকা নেওয়ার পর থেকে তিনি বাড়ী থেকে লাপাত্তা হয়। মঙ্গলবার শাশুরীর মৃত্যুর সংবাদ পেয়ে মিজান হোসেন বাড়ীতে আসলে ট্রলারের মালিক মহারাজ কালাইয়া আবাসন এর নিজ ঘর থেকে মিজানকে মহারাজ ও শাহীনের নেতৃত্বে ৪/৫ জন লোক মটর সাইকেল নিয়ে মহারাজের বাড়ীতে আটকিয়ে রাখেন।
মহারাজের মা নেহেরুন বেগম জানান, আমি বাড়ীতে ছিলাম না। বুধবার বিকেলে বাড়ীতে ফিরে এসে ঘটনাটি শুনতে পেরে ঘরের দোতলায় তাকে দেখতে গেলে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে স্থানীয় ফরিদ, জামালসহ কয়েকজনকে ডাকলে তারা এসে তাকে মৃত্যু অবস্থায় পায়। পরে আমরা ইন্দুরকানী থানায় সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বাড়ীতে থাকা মহারাজের স্ত্রী জানান, আমি ছাড়া বাড়ীতে অন্য কেহই ছিলো না। মিজান হোসেন আমাদের বাড়ীতে আসার পরে কয়েকবার বমি করেছেন। তিনি শারীরিক ভাবে অসুস্থ থাকায় তাকে বিশ্রামের জন্য দোতালায় থাকতে দেওয়া হয়।
ইন্দুরকানী থানার এসআই প্রশান্ত বালা বলেন, “খালেক শেখের বাড়ির দ্বিতীয় তলা থেকে মিজানুর রহমানের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার পিরোজপুর মর্গে পাঠানো হবে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।” এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামি খালেক শেখ ও তার ছেলে মহারাজ বর্তমানে পলাতক রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.