নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বুধবার (১২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ওইদিন রাত বারোটার দিকে উপজেলার গুঠিয়া বাজারের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ অগ্নিসংযোগ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহীন হাওলাদার জানিয়েছেন-রাত ১২টার দিকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. আল মামুন জানিয়েছেন, ঘটনার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক বাজারের ব্যবসায়ী ও নৈশ প্রহরীরা আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে অগ্নিসংযোগে বিএনপির অফিসের বেশ কিছু চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.