নিজস্ব প্রতিবেদক, কাজিরহাট : বরিশাল জেলার কাজিরহাট থানার। আন্দার মানিক ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের, মিয়ার হাট বাজারে ১২ ই নভেম্বর। বুধবার যুবসমাজে উদ্বেগে। বাদ আসর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওয়াজ মাহফিলে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। বিশিষ্টমোফাছচিরে কোরআন হযরত মাওলানা মিজানুর রহমান কুতুবপুরি।
পরিচালক জামিয়া ইসলামিয়া মোহাম্মাদিয়া মাদ্রাসা, বিমানবন্দর বরিশাল। বিশেষ বক্তা। মুফতিইয়াসিন, ইসহাক,ইমাম, খতিব, খান বাড়ি জামে মসজিদ মুলাদি। মাওলানা মিজানুর রহমান। ইমাম, খতিব মিয়া বাড়ি জামে মসজিদ, ভংগা।মাওলানা ইমরান হোসেন। ইমাম, খতিব, মিয়ার হাট জামে মসজিদ। প্রধান অতিথি শিল্পপতি ব্যবসায়ী ও সমাজসেবক,কাজিরহাট থানা কমিউনিটি পুলিশের সম্মানিত সভাপতি। আলহাজ্ব এবিএস খান স্বপন।সভাপতিত্ব করছেন, আলহাজ্ব পারভেজ বেপারী বিশিষ্ট ব্যবসায়ী, অন্যদের ভিতর উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এস এম শাহ আলম।
সাধারণ সম্পাদক রাসেল কবির,কোষাধক্ষ্য বাকি উল্লাহ। খান । বক্তারা ওয়াজ মাহফিল এ বক্তব্যর মাধ্যমে। দেশকে ইসলামিক দেশ গড়ার আহ্বান জানান। এবং সকল মানুষের শান্তি কামনা করেন।
অতঃপর সভাপতির সর্বশেষ বক্তব্যের মাধ্যমে ওয়াজ মাহফিল সমাপ্তি ঘোষনা করে। ওয়াজে উপস্থিত সকলের জন্য তবারকের আয়োজন করেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.