নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় ফেসবুক লাইভে ২০টি ঘুঘু ও শালিক পাখি শিকার করে রান্না ও ভোজনের দায়ে বায়েজিদ আমীন (২৭) নামের এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আমতলী পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক।
এসময় কলাপাড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোসারেফ হোসেন এবং ‘অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী’ সংগঠনের কলাপাড়া শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। বন্যপ্রাণী সংরক্ষণে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন মহল।
এর আগে মঙ্গলবার রাত দুইটার দিকে বায়েজিদ আমীন তার কয়েকজন বন্ধুকে নিয়ে ফেসবুক লাইভে এসে ঘুঘু ও শালিক পাখি রান্না ও ভোজনের দৃশ্য প্রচার করেন। বিষয়টি নজরে আসলে ‘অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী’—এর সদস্যরা উপজেলা প্রশাসনকে অবহিত করেন।
সংগঠনটির কলাপাড়া টিমের সদস্য ইউসুফ রনি বলেন, “আমীন ফেসবুক লাইভে পাখি রান্না করে দাওয়াত দিচ্ছিলেন। আমরা বিষয়টি প্রশাসনকে জানালে স্যার দ্রুত ব্যবস্থা নেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে অর্থদণ্ড ও অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন।
তিনি আরও বলেন, “২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এসব পাখি শিকার, হত্যা, আটক ও ক্রয়—বিক্রয় দণ্ডনীয় অপরাধ। এ আইনে শাস্তি এক বছর জেল, এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদীক বলেন, “সংবাদ পাওয়ার পর অভিযান চালিয়ে বায়েজিদ আমীনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তিনি অর্থ পরিশোধ করে ভবিষ্যতে পাখি শিকার না করার অঙ্গীকারে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, “বন্যপ্রাণী সংরক্ষণে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.