পরকীয়ার অভিযোগে জনসম্মুখে স্ত্রীকে ২৫ বার কুপিয়ে হত্যা!
Barisal Crime Trace -HR
প্রকাশিত এপ্রিল ১১ রবিবার, ২০২১, ০৯:৪১ পূর্বাহ্ণ
অনলাইন ডেস্কঃ পরকীয়ার অভিযোগে জনসম্মুখে স্ত্রীকে ছুরি দিয়ে ২৫ বার কুপিয়ে হত্যা করেছেন এক স্বামী। শনিবার বিকেলে ভারতের রাজধানী দিল্লিতে ঘটেছে নৃশংস ঘটনাটি।
পুলিশ জানিয়েছে, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে এমন সন্দেহে স্ত্রীকে হত্যা করেন তিনি। নিহত ওই নারীর বয়স ২৬ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, দিল্লির উত্তর পশ্চিমাঞ্চলের বুধ বিহার এলাকায়ী ঘটনা ঘটে।
ভিডিও ফুটেজে দেখা যায়, লোকজনের সামনে হরিশ তার স্ত্রী নিলুকে বারবার ছুরি দিয়ে আঘাত করছেন। উপস্থিত কিছু লোক ওই নারীকে বাঁচাতে গেলে তার স্বামী চিৎকার দিয়ে বলেন, ‘সামনে আসার সাহস কোরো না।’
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।