অনলাইন ডেস্ক : তাইওয়ানের এক ২০ বছর বয়সী তরুণীর শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৩০০টিরও বেশি কিডনি স্টোন অপসারণ করে চিকিৎসকেরা হতবাক হয়েছেন।
চিকিৎসকদের মতে, এই ভয়াবহ অবস্থার মূল কারণ ছিল তার পানির প্রতি অনীহা। তিনি প্রায় প্রতিদিনই পানি না খেয়ে বাবল টি—এক ধরনের অতিমাত্রায় চিনিযুক্ত পানীয়—খেতেন।
তাইওয়ানের চি মেই মেডিকেল সেন্টারে ভর্তি হওয়ার সময় শিয়াও-ইউ নামের ওই তরুণীর প্রচণ্ড কোমর ব্যথা ও জ্বর ছিল। পরীক্ষা করে দেখা যায়, তার ডান কিডনি ফুলে গেছে এবং সেখানে ৫ মিলিমিটার থেকে ২ সেন্টিমিটার আকারের শত শত পাথর জমে আছে। দ্রুত অস্ত্রোপচারে এসব পাথর বের করে আনা হয়। চিকিৎসকেরা জানান, অপসারিত পাথরগুলো দেখতে ছিল ছোট ‘স্টিম বান’-এর মতো।
ইউরোলজিস্ট ডা. লিম চি-ইয়াং বলেন, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত পানি না খাওয়া এবং অতিরিক্ত মিষ্টি পানীয় গ্রহণের ফলে প্রস্রাব ঘন হয়ে যায়, যা খনিজ পদার্থকে জমাট বেঁধে পাথরে পরিণত করে।
সাধারণত কিডনি স্টোন বয়স্কদের মধ্যে দেখা যায়, বিশেষ করে ৫০ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের মধ্যে। তবে এই ঘটনা প্রমাণ করেছে—অল্পবয়সীরাও ঝুঁকির বাইরে নয়, যদি পানি না খাওয়ার অভ্যাস অব্যাহত থাকে।
তাইওয়ানে প্রতি ১০ জনে প্রায় ১ জন জীবনের কোনো না কোনো পর্যায়ে কিডনি স্টোনে আক্রান্ত হন। গরম আবহাওয়ায় এই ঝুঁকি আরও বাড়ে। চিকিৎসকেরা তাই পরামর্শ দিচ্ছেন—চিনিযুক্ত পানীয় কমিয়ে নিয়মিত পানি পান করুন, কারণ শরীরের পানিশূন্যতা যে কতটা ভয়াবহ হতে পারে, তা এই ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.