নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফল উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরে আয়োজনে শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে জুলাই পূর্ণজাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথপাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, উপজেলা একাডামেডি সুপার ভাইজার মোঃ নুরুনবী, বাউফল প্রেসক্লাব সভাপতি মোঃ জলিলুর রহমান, সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন ফিল্ড সুপারভাইজার মোঃ হুমায়ুন কবির।
আন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিনিধি, অভিভাবক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মীবৃন্দ।উপস্থিত সকলে দাঁড়িয়ে একত্রে শপথ পাঠ করেন- অন্যায়, দুর্নীতি, বৈষম্য, নারী শিশু নির্যাতন আর দারিদ্র্যের অপমান থেকে মুক্ত করবো আমাদের এই মাতৃভূমিকে, সরকার মানে আমি আর রাষ্ট্র মানে আমরা।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.