বরিশাল ব্যুরো : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ ইব্রাহীমের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেছেন বোরহানউদ্দিনের বিভিন্ন পর্যায়ের জামায়াতের প্রায় শতাধিক নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে হাফিজ ইব্রাহিমকে দেয়া গণ সংবর্ধণা অনুষ্ঠানে যোগদান করেন তারা।
গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ ইব্রাহীম বলেছেন, ২০০১ সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে বোরহানউদ্দিন-দৌলতখানে ব্যপক উন্নয়ন হয়েছিলো। ইনশাআল্লাহ এবারের নির্বাচনে জয়ী হলে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় গ্যাসভিত্তিক কল-কারখানা নির্মাণ করে জেলার মানুষের বেকারত্ব দূর করা হবে। ভোলা-বরিশাল সেতু নির্মাণের মাধ্যমে ঢাকার সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের ব্যবস্থা করা হবে।
হাফিজ ইব্রাহীম তার বক্তব্যে জুলাই শহীদ এবং আনোয়ার ভূইয়া, সাইদুর রহমান মিলনসহ বিএনপির প্রয়াত নেতাদের শ্রদ্ধা ও শোক জানিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ৯১ সনে আপনাদের মাঝে এসে আপনাদের জন্য কাজ শুরু করেছি। এখনও করছি, ভবিষ্যতেও করবো।
তিনি বলেন, বোরহানউদ্দিন থেকে কিশোর গ্যাং ও মাদক বিক্রেতাদের সমূলে নির্মূল করা হবে। বিএনপি ক্ষমতায় এলে আপনাদের যথাযথ মূল্যায়ন করা হবে।
দুপুর থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গণ সংবর্ধনাস্থলে যোগ দেয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। এসময় হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে গণ সংবর্ধনা অনুষ্ঠান জনসমুদ্রে পরিনত হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব এড. কাজী আজম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, সহ সভাপতি বশির আহমেদ, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু, উপজেলা যুবদলের আহবায়ক শিহাব উদ্দিন হাওলাদার, পৌর বিএনপির প্রয়াত সভাপতি সাবেক মেয়র সাইদুর রহমান মিলন মিয়ার বড় ছেলে মেহেদী হাসান সাগর, উপজেলা ছাত্রদলের সভাপতি দানিস চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাওন, পৌর ছাত্রদলের সভাপতি রায়হান আহমেদ শাকিল ও সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম সহ বিএনপির ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.