নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলা-বরিশাল সেতুর দাবিতে জ্বালানি, শিল্প ও বাণিজ্য উপদেষ্টাকে অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রজনতা। আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তাদের অবরুদ্ধ করা হয়।
এর আগে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে দেশের শিল্প উদ্যোক্তা, সচেতন নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের নিয়ে সভা করেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও শিল্প উপদেষ্টা আদিদুর রহমান খান প্রমুখ।
সভায় ভোলাবাসী ভোলা-বরিশাল স্থাপনের দাবি তোলেন। তবে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মতবিনিময় সভায় গৃহস্থালির কাজে গ্যাস সংযোগ দেয়া হবে না এবং শিগগিরই ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ শুরু হচ্ছে না বলে বক্তব্য রাখলে সভায় উপস্থিত ভোলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উত্তেজিত হয়ে ওঠেন।
জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রশ্নবিদ্ধ হলে উত্তেজিত হয়ে উঠে তার পদত্যাগ দাবি করে স্লোগান দেন। এক পর্যায়ে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাস্তায় শুয়ে অবরুদ্ধ করেন তিন উপদেষ্টাকে।
পরে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপি নেতৃবৃন্দের হস্তক্ষেপে আন্দোলনকারীরা সরে যায়। এরপর উপদেষ্টারা সে স্থান ত্যাগ করার পরে আন্দোলনকারী ছাত্রজনতা বিক্ষোভ মিছিল করে।
এর আগে আজ একদিনের সংক্ষিপ্ত সফরে ভোলায় আসেন সরকারের তিন মন্ত্রণালয়ের উপদেষ্টা। তারা প্রথমে সকালে ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্র পরিদর্শন করেন। এরপর ভেদুরিয়া এলাকায় সার কারখানা ও বাপার গোডাউন স্থাপনের স্থান এবং বিসিক শিল্পনগরী পরিদর্শন করেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.