বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা রুস্তুম আলী মোল্লা মরহুম হয়ে প্রমাণ করেছেন তিনি কতটা জনপ্রিয় ছিলেন। তিনি ছিলেন রঙ্গশ্রী ইউনিয়নবাসীর প্রাণ। রঙ্গশ্রী ইউনিয়নের উন্নয়নে তার অবদান ভোলার নয়। সেজন্যই এলাকার মানুষের ভালোবাসায় তিনি একাধিকবার রঙ্গশ্রী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত ৩২ বছর দায়িত্ব পালন করেছেন। ভবিষ্যতেও মরহুম রুস্তম আলী মোল্লার পরিবার থেকে যদি কেউ চেয়ারম্যান নির্বাচন করে তাহলে আমরা তার পাশেই থাকবো। সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী মোল্লার বাড়ীতে অনুষ্ঠিত মতবিনিময় বক্তারা একথা বলেন।
শুক্রবার সন্ধ্যা ৬ টায় রঙ্গশ্রী ইউনিয়নের রুস্তম আলী মোল্লার বাড়ীতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা জনসমুদ্রে রুপ নেয়।
মতবিনিময় সময় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম রস্তুম আলী মোল্লার ভাই পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা, প্রধান শিক্ষক ফজলুর রহমান মোল্লা, একমাত্র সুযোগ্য পুত্র উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান মোল্লা, আলহাজ্ব রুহুল আমিন খান, মাওলানা নাছির উদ্দিন, ইউপি সদস্য কামাল হোসেন হাওলাদার, নিত্যরঞ্জন সরকার, মোঃ মোয়াজ্জেম জোমাদ্দার, মোঃ জব্বার তালুকদার, মিলন হাওলাদার, মাওলানা জাকির হোসেন, মোজাম্মেল সরদার, হোসেন আলী খান বাদশা, সালাম রাড়ী, রুস্তম আলী সিকদার, নিজাম ডাকুয়া, মোঃ রতন মৃধা, আনোয়ার জোমাদ্দার, খন্দকার আলম, আনোয়ার হোসেন, সুলতান আহমেদ, আবদুস সালাম সিকদার, ইউসুফ আলী গাজী প্রমূখ।
বীর মুক্তিযোদ্ধা মরহুম রুস্তুম আলী মোল্লার সুযোগ্য পুত্র মিজানুর রহমান মোল্লা বলেন, আমার পিতা মৃত্যুর পূর্ব পর্যন্ত আপনাদের সেবা করে গেছেন। তিনি ছিলেন জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী একজন আদর্শ মানুষ। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ ইউনুস খান তাকে দলে এনে উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব দিয়েছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। আমিও যতদিন বেঁচে থাকবো, ততদিন আপনাদের সেবা করে যাবো। আমাদের পরিবার বিএনপি রাজনীতির সাথে জড়িত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষেই কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.