প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ৯:০২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৪:০৩ অপরাহ্ণ
কলাপাড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং ব্র্যাকের সহযোগিতায় বুধবার সকালে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী। স্বাস্থ্য কমপ্লেক্সের সকল মেডিকেল অফিসার, কর্মকর্তা ও কর্মচারীরা র্যালিতে অংশগ্রহণ করেন।
ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন, মাইক্রো ফাইন্যান্সের এলাকা ব্যবস্থাপক মীর সোহেল, স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক বশিরুজ্জামান,শাখা ব্যবস্থাপক এম এ হান্নান, যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার আবু দাউদ, SELP অফিসার রিপন দাশ, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মকর্তা আজিজুল ইসলাম আজিজসহ ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.