নিজস্ব প্রতিবেদক : ভোলার মাঝের চরে অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয়দের প্রতিবাদের সময় দুর্বৃত্তদের ছোরা গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১ টার দিকে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সাহাজান মীর, মো. আলী মৃর্দা এবং অপূর্ব পাটোয়ারী। আহত সবাই কাচিয়া ইউনিয়নের বাসিন্দা।
গুলিবিদ্ধ আহতরা জানান, জলদস্যু ছকেট জামালের একটি গ্রুপ কাচিয়ার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। আজ শনিবার দুপুর ১টায় স্থানীয়রা নিজেদের জমি রক্ষায় বাধা দিলে চকেট জামাল বাহিনীর অন্যতম সদস্য তার ভাগিনা শাহিনের নেতৃত্বে ৮-১০ জন স্পিডবোটে করে এসে গুলি করে দ্রুত চলে যায়।
গুলিবিদ্ধ তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এবিষয়ে অভিযুক্ত চকেট জামাল জানান, এই ঘটনার সম্পর্কে তিনি কিছুই জানেন না৷ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার রাজনৈতিক ইমেজ নষ্ট করার পায়তারা করছেন তার প্রতিপক্ষরা৷ এছাড়াও তিনি জানান, তার যতগুলো ড্রেজার রয়েছে সবগুলো বৈধভাবে জেলা প্রশাসক ভোলার কাছ থেকে ইজারা নেওয়া রয়েছে৷ ইজারাকৃত কোন কাইটের বাহিরে তার কোন ড্রেজারে বালু উত্তোলন করছে না এবং আজকের ঘটনা সম্পর্কে তার কোন সদস্য সম্পৃক্ত নয়৷
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, কে বা কারা হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.