অনলাইন ডেস্ক : ভিটামিন ডি আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি হাড় ও দাঁত শক্ত রাখে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মেজাজ নিয়ন্ত্রণেও সাহায্য করে। দেহের প্রয়োজনীয় ভিটামিন ডির প্রায় ৮০ শতাংশ আমরা সূর্যের আলো থেকে পাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, দিনের কোন সময়ে রোদে থাকা সবচেয়ে কার্যকর?
বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন ডি তৈরিতে সকালের বা বিকেলের হালকা রোদ ততটা কার্যকর নয়। বরং সকাল ১০টা থেকে বিকেল ২টার মধ্যে সরাসরি সূর্যের আলোয় থাকাই সবচেয়ে ভালো। এই সময়ে সূর্যের ইউভি-বি রশ্মি দেহে ভিটামিন ডি উৎপাদনে কার্যকর ভূমিকা রাখে।
রোদ নেওয়ার সময় কিছু বিষয় মনে রাখতে হবে:
অতিরিক্ত রোদে থাকা ত্বকের ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। তাই মুখ, হাত বা পায়ের মতো উন্মুক্ত অংশে ১০–১৫ মিনিট রোদ নেওয়াই যথেষ্ট।
ত্বকের ধরন ও বয়স অনুযায়ী রোদ নেওয়ার সময় পরিবর্তিত হতে পারে। উদাহরণস্বরূপ, কালো ত্বকের মানুষদের কিছুটা বেশি সময় প্রয়োজন।
সূর্যের তীব্র তাপ এড়িয়ে চলতে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সময়ে সূর্যের আলো নেওয়া দেহে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি সরবরাহের সবচেয়ে সহজ ও নিরাপদ উপায়। তাই দিনের মধ্যে ছোট সময়ের জন্য রোদে থাকা নিয়ম করে স্বাস্থ্য রক্ষা করা সম্ভব।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.