নিজস্ব প্রতিবেদক : শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিসিক শিল্প নগরীতে প্লট নিয়ে যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান গড়বে না তাদের বাদ দিয়ে নতুন উদ্যোক্তাদের জায়গা দেওয়া হবে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর বিসিক শিল্প নগরী পরিদর্শন শেষে তিনি আরও বলেছেন, আগে ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক বিবেচনায় প্লট দেওয়া হয়েছে। তারা কোনো প্রকল্প করেনি কিন্তু ধরে রেখেছে। এগুলো বাতিল করার প্রক্রিয়া স্লো হয়ে আছে, তাই ওনাদের সাথে কথা বলার ব্যাপার রয়েছে।
তিনি আরও বলেছেন-বাংলাদেশে যারা ক্ষুদ্র এবং মাঝারি ধরনের উদ্যোক্তা তারাই মূলত বাংলাদেশের অর্থনীতির কর্মচাঞ্চল্যতা ধরে রাখেন। বিসিকের উন্নয়নে চেষ্টা চালানো হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ইতোমধ্যে প্লট বরাদ্দের ব্যবস্থা করা হচ্ছে। ২০২৪ সালের আগস্ট থেকে নভেম্বরের মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করে যে জিনিসগুলো দাড় করানোর চেষ্টা করা হয়েছে, তারমধ্যে বিসিকও রয়েছে।
বরিশাল বিসিকে বিদ্যুৎ ও পানির সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি বলেন-এ সমস্যাগুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন। আর যারা প্রকৃত শিল্প উদ্যোক্তা তাদের কীভাবে সাপোর্ট দেওয়া যায়। তাদেরকে ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে আনা যায়, সে বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও চেষ্টা রয়েছে।
ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ে তিনি বলেন, গ্যাস ভোলা থেকে আনতে হবে, যা নিয়ে এ মুহুর্তে আমি কোন সমাধান দিতে পারবো না। আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবে তারা বিষয়টি দেখবে। উপদেষ্টা আরও বলেন, শিল্প মন্ত্রণালয় থেকে ৩৪টি বাফার (সার) গোডাউন নির্মাণ করা হচ্ছে, তারমধ্যে একটি বরিশালে। বরিশালের এই নির্মাণ কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে উপদেষ্টা শনিবার সকালে বরিশাল সার্কিট হাউসে পৌঁছালে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। সেখান থেকে তিনি বিসিক শিল্প নগরীর কয়েকটি কারখানা, বিএসটিআই ও নতুন প্লট পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সাথে বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, বিসিকের উপ-ব্যবস্থাপক নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.