নিজস্ব প্রতিবেদক// বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাউদ্দিন ফরহাদকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দেওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
নিজের সংসদীয় এলাকায় দলীয় ঘরানার প্রতিপক্ষের বেপরোয়া চাঁদাবাজি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার একদিনের মাথায় সাবেক এ সংসদ সদস্যকে ফোনে হত্যার হুমকি দেওয়া হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করে শনিবার (২৬ জুলাই) সকালে ভুক্তভোগী বিএনপি নেতা ও সাবেক সাংসদ মেজবাউদ্দিন ফরহাদ বলেন, বিএনপির নাম ভাঙিয়ে একটি গ্রুপ গতবছরের ৫ আগস্টের পর হিজলা ও মেহেন্দিগঞ্জের বিভিন্ন চরাঞ্চলের মানুষকে জিম্মি করে রেখেছে। তারা ব্যবসায়ীসহ ওইসব এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে আসছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই গ্রুপটি সক্রিয় হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, শুরু থেকে ওই চাঁদাবাজদের বিরুদ্ধে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনাসহ বিষয়গুলো কেন্দ্রকে জানিয়ে আসছি। সর্বশেষ গত ২৩ জুলাই তাদের চাঁদাবাজির ১০ কোটি টাকার ভাগাভাগি নিয়ে আমি ফেসবুকে একটি লেখা পোস্ট করি।
সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ আরও বলেন, ধারণা করা হচ্ছে ফেসবুকে লেখা পোস্ট করায় চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে ২৪ জুলাই (০১৩১৯-২৮৭০৬৫) নম্বর মোবাইল ফোন থেকে বেলা ১২টা ৩৫ মিনিটের দিকে আমার ব্যবহৃত মোবাইল ফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
বরিশাল জেলা উত্তর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ মেজবাউদ্দিন ফরহাদকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ করেছেন তার কর্মী-সমর্থকরা। তারা এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ বলেন, মোবাইল ফোনে হুমকি প্রদানের সময় আমি গাজীপুরে অবস্থান করছিলাম। এ জন্য হুমকির ঘটনায় সংশ্লিষ্ট টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। সাবেক এমপির সাধারণ ডায়েরী গ্রহণের বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিব বলেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.