প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ৭:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ণ
শশীভূষণে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ভোলার চরফ্যাশনে শশীভূষণ মানবিক হেল্প সেল্ফ শাখার উদ্যোগে মাদকবিরোধী র্যালি, লিফলেট বিতরণ এবং জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের মৃধা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে শশীভূষণ মানবিক হেল্প সেল্ফ সংগঠনের দপ্তর সম্পাদক মাহবুব কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা মিজানুর রহমান, সভাপতি মো. বিল্লাল মাষ্টার, সহ-সভাপতি অধ্যাপক বাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. বাচ্চু, এবং সদস্য জাফর মাষ্টার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম শামিম, সহ-সভাপতি হাজী ইয়াসিন, সদস্য জয়নাল মাষ্টার, সাংগঠনিক সম্পাদক নূরনবী মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল সিকদার, প্রচার সম্পাদক মামুন হাওলাদার, সদস্য জাকির ফরাজি, মো.জাহাঙ্গীর, যুবনেতা মো. হারুনুর রসিদ, স্থানীয় বাজার মসজিদের ইমাম মাওলানা সোহেব হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে অংশ নেন।
বক্তারা বলেন, ধূমপান, গাঁজা, ইয়াবা ও অন্যান্য মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক সেবনের ফলে ক্যান্সার, হৃদরোগ, মানসিক বিভ্রাট, স্মৃতিশক্তি হ্রাস, লিভার–কিডনি ক্ষতি এবং সামাজিক অস্থিরতা বৃদ্ধি পায়। তাই পরিবার, সমাজ ও প্রশাসন একযোগে কাজ করে যুবসমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে হবে।
অভিভাবকদের উদ্দেশে বক্তারা বলেন, সন্তানদের আচরণ, চলাফেরা ও বন্ধুমহল সম্পর্কে সচেতন নজর রাখা জরুরি। অযথা স্মার্টফোন ব্যবহারের সীমাবদ্ধতা রাখা এবং নৈতিক শিক্ষা দেওয়া পরিবারিক দায়িত্ব। মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে নিজের অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। সচেতনতা ও সামাজিক ঐক্যই পারে আমাদের প্রজন্মকে সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ উপহার দিতে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.