নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন। এছাড়া ফেল থেকে পাস করেছেন ১৯ জন।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়।
জানা গেছে, বরিশাল শিক্ষা বোর্ডে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলের জন্য আবেদন করেছেন ১০ হাজার ১০৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে ১৮৫ জনের ফল পরিবর্তন হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বরিশাল বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১০ হাজার ১০৫ জন পরীক্ষার্থী, মোট আবেদন পড়েছে ৪১ হাজার ১৫১টি খাতা। বোর্ডের মধ্যে সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল শিক্ষা বোর্ডে। ফল পুনঃনিরীক্ষণে এ বোর্ডের ১৮৫ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.