ভোলায় জিও ব্যাগ ফেলতে গিয়ে মেঘনায় শ্রমিক নিখোঁজ


Barisal Crime Trace -GF প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২২, ৬:১৬ অপরাহ্ণ /
ভোলায় জিও ব্যাগ ফেলতে গিয়ে মেঘনায় শ্রমিক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলায় মেঘনা নদীর তীর রক্ষা বাঁধে জিও ব্যাগ ফেলতে গিয়ে পানিতে পড়ে মো. শাহিন (৩০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

 

 

তিনি চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসু হাওলাদারের ছেলে।

 

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বেতুয়া ঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।

 

 

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

তিনি বলেন, সকাল থেকে বেশ কয়েকজন শ্রমিক বেতুয়া এলাকায় নদীর তীর ধরে জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন। দুপুরের দিকে ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে শাহিন নামে এক শ্রমিক নিখোঁজ হন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা কাজ করছেন।

 

 

অপরদিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বলেন, নিখোঁজ শ্রমিকের সন্ধানের জন্য কোস্টগার্ডের ডুবুরি দল ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশে রওয়ানা হয়েছে।