মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে অভিযান


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২২, ৬:১৯ অপরাহ্ণ /
মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে অভিযান

স্টাফ রিপোর্টার, মঠবাড়িয়া : প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের যৌথ আয়োজনে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারা দেশে ৭ থেকে ২৮ অক্টোবর মাছ ধরা ২২ দিনের নিষেধাজ্ঞা রয়েছে। সরকারি এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইলিশ ধরা বন্ধে উপজেলার বলেশ্বর নদীর ছোট মাছুয়া, হোতাখাল, তুলাতলা, কাটাখাল, মাঝের খাল, বড়মাছুয়া খেয়া ঘাট, ভোলমারা, মাঝের চর, সাংরাইল থেকে খেতাছিড়া পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দি জালসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তা নদীরে তীরে এনে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মৎস্য অধিদফতরের সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ হাফিজুর রহমান, উপ-সহকারী পরিচালক পিরোজপুর জেলা মৎস্য কার্যালয়, মঠবাড়িয়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অলিউর রহমান প্রমুখ। এ কাজে সহায়তা করেন স্থানীয় পুলিশ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান বলেন, ‘মা ইলিশ সাধারণত ৭ থেকে ২৮ অক্টোবর ডিম ছাড়ে। কিন্তু কিছু অসাধু জেলে এ সময় নদীতে ইলিশ শিকার করে। আমরা বেশ কয়েক দিন ধরে বলেশ্বর নদীর বিভিন্ন পয়েন্ট অভিযান চালাচ্ছি। এ অভিযান অব্যাহত থাকবে। সবার সহযোগিতায় আমরা মা ইলিশ রক্ষায় আরো কার্যকর ভূমিকা রাখতে পারবো।’