নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চরফ্যাশনে ১৮ জেলে আটক


Barisal Crime Trace -GF প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২২, ৬:২০ অপরাহ্ণ /
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার,  চরফ্যাশনে ১৮ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশনে বিপুল পরিমাণ অবৈধ জাল, মা ইলিশ ও নৌকাসহ ১৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর পর্যন্ত উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।

 

চরফ্যাশন উপজেলার মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার জাহানপুর, আসলামপুর ও নীলকমল ইউনিয়নের ইউনিয়নের মেঘনা ও তেতুলিয়া নদী থেকে ১০০ কেজি মা ইলিশ, ১২ লাখ ৫০ হাজার মিটার জাল ও পাঁচটি নৌকাসহ ১৮ জেলেকে আটক করা হয়। পরে জব্দকৃত মা ইলিশ স্থানীয় এতিমখানা বিতরণ করা হয়।

 

 

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হবে।