চলন্ত বাস থেকে ফেলে দিয়ে হত্যা: চালক-সহকারী কারাগারে


Barisal Crime Trace -GF প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২২, ৬:৩১ অপরাহ্ণ /
চলন্ত বাস থেকে ফেলে দিয়ে হত্যা: চালক-সহকারী কারাগারে

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে আবু সায়েম মুরাদ নামে এক যাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগে গ্রেফতার ৮ নম্বর বাসের চালক মো. শাহ আলম ও তার সহকারী মোহনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (১৮ অক্টোবর) একদিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রোববার (১৬ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুভ্রা চক্রবর্তী একদিনের রিমান্ডের আদেশ দেন।

 

 

শনিবার সন্ধ্যার দিকে মতিঝিল থেকে ৮ নম্বর বাসে করে যাত্রাবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন মুরাদ নামের ওই যাত্রী। বাসে হেলপারের সঙ্গে ভাড়া নিয়ে তর্ক হয়। যাত্রাবাড়ীতে গিয়ে বাস থেকে নামার সময় হেলপার মুরাদকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে তিনি গাড়ির চাকার নিচে পড়ে যান। চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন মুরাদ। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় মুরাদের বড় ভাই আবু সাদাত শনিবার রাতেই যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মুরাদ একটি কোম্পানিতে চাকরি করতেন।