বানারীপাড়ায় শেখ রাসেলের জন্মদিন উদযাপন


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২২, ৭:০০ অপরাহ্ণ /
বানারীপাড়ায় শেখ রাসেলের জন্মদিন উদযাপন

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ববরিশালের বানারীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে ১৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন,কেক কাটা, আলোচনাসভা ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আওয়ামী লীগ কার্যালয়ে

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আবুল বাশার বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা , সাধারণ সম্পাদক অ্যডভোকেট মাওলাদ হোসেন সানা, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার,

ও আক্তার হোসেন মোল্লা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, নবনির্বাচিত নির্বাচিত জেলা পরিষদের সদস্য মামুন,+উর- রশিদ স্বপন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের বরিশাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান নাসিম মোল্লা, উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা প্রমুখ।

বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সংরক্ষিত আসনের নব নির্বাচিত মহিলা সদস্য শিউলি রহমান পুতুল,

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আনিসুর রহমান মিলন, সলিয়া বাকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফারুক , উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাজনীন হক মিনু, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মু মুনতাকিম লস্কর কায়েস, সুমম রায় সুমন,, যুবলীগ নেতা মাসুম বিল্লাহ,  পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি রুবিনা আক্তার, সাধারণ সম্পাদক লিমা আক্তার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল,

পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল, সাধারণ সম্পাদক সজল চৌধুরী, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংস্কৃতিক সম্পাদক আঃ আউয়াল, বিশানকান্দি ইউনিয়ন শাখার সভাপতি শামীম আহমেদ, বাইশারী ইউনিয়ন শাখার সভাপতি অ্যাডভোকেট পলাশ, ইলুহার ইউনিয়ন শাখার সদস্য এরিনুমা খানম, ফায়জুল হক সংগ্রাম প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষান্তে দোয়া মোনাজাত পরিচালনা করেন বন্দর বাজার জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোঃ শামসুল হক। এদিকে উপজেলা প্রশাসন ও পৌরসভাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।