৮৫ বীর মুক্তিযোদ্ধাকে স্মার্ট আইডি কার্ড ও সনদপত্র প্রদান


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২২, ৭:১৯ অপরাহ্ণ /
৮৫ বীর মুক্তিযোদ্ধাকে স্মার্ট আইডি কার্ড ও সনদপত্র প্রদান

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনের ৮৫ বীর মুক্তিযোদ্ধাকে স্মার্ট আইডি কার্ড ও সনদপত্র প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আইডি কার্ড ও সনদপত্র মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-নোমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মাহে আলম কুট্টি, ডেপুটি কমান্ডার মো. শাহজাহান মিয়া প্রমুখ।