এস এম আলমগীর হোসেন // পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের বাসিন্দা মোসাঃ মনিরা বেগম চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে প্রধান উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি জানান, পায়রা বন্দর কর্তৃক বসতবাড়ি ও জমি অধিগ্রহণের পর ক্ষতিপূরণের টাকা উত্তোলনের সময় স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র তাকে চাঁদা দিতে চাপ দেয়। লালুয়া ইউনিয়নের দশকানি গ্রামের শাহাদত তালুকদার ও দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের মোস্তাফিজুর রহমানসহ ৫-৬ জন সন্ত্রাসী ১৫ শতাংশ হারে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা মনিরা বেগম ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন।
তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, তার ছেলে মোঃ এনামুল হকের কাছ থেকেও এক লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও হুমকি দেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শাহাদত তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ এড়িয়ে যান।
মনিরা বেগম দাবি করেন, চান্দুপাড়া গ্রামের প্রায় ৫০টি পরিবার একই ধরনের হয়রানির শিকার হলেও তারা ভয়ে মুখ খুলতে পারছে না। তিনি প্রশাসনের আশু হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.