জ্যেষ্ঠ প্রতিবেদক : ভোলায় বিএনপির নিহত দুই নেতার পরিবারে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষতিগ্রস্ত এ দুই পরিবারের হাতে ১০ লাখ করে মোট ২০ লাখ টাকা তুলে দেন।
এসময় তিনি নিহত নেতাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঝরা রক্ত কখনও বৃথা যাবে না।
আস্ট্রেলিয়া বিএনপি নেতা প্রকৌশলী হাবিবুর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা সাইফুল আলম কদর এ অর্থ দেন। কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দল থাকবে বলেও জানানো হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্যসচিব শহিদ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বক্তব্য দেন ভোলায় নিহত আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম, নুরে আলমের স্ত্রী ইফরাত জাহান, কেন্দ্রীয় ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, ভোলা জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে বিএনপির স্হায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ ইব্রাহিম বীর বিক্রম, আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বিএনপি সহ-সাংগঠনিক শরিফুল আলম, বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য নাজিমউদ্দীন আলম, আবুল হোসেন, হাফিজ ইব্রাহিম, হায়দার আলী লেলিন, ভোলা জেলা বিএনপি সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রম্যান, ভোলা জেলা সদর থানা বিএনপি সভাপতি আসিফ আলতাফ, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :