বাবুগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২২, ৮:২৪ অপরাহ্ণ /
বাবুগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার, বাবুগঞ্জ : বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাবুগঞ্জ শাখা।

মঙ্গলবার বিকালে বাবুগঞ্জ বাজারের আটচালা নামক স্থানে বাবুগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির আহবায়ক মোঃ ফখরুল আলম খানের সভাপতিত্বে বাবুগঞ্জ বাজারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চার ব্যবসায়ীকে এ সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন বাবর, বাবুগঞ্জ উপজেলা জামায়াত এর আমির মোঃ রফিকুল ইসলাম, রহমতপুর ইউনিয়নের আমির মাওলানা মোঃ হাসান আলী, সৈয়দ আলী হোসেন লাবলু, মোস্তাফিজুর রহমান, আল আমিন, জামাল হোসেন, বাবুগঞ্জ বাজারের ব্যবসায়ী পরিতোষ চন্দ্র পাল, শাহাদাত প্রমুখ।